তানি নিজেকে নতুন করে গড়ে তোলে। সে তার মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, বাবাকে সান্ত্বনা দেয়। সে আবার পড়াশোনায় মন দেয় এবং জীবনে এগিয়ে যেতে শুরু করে।
রঙিন পাখি আর কখনো তার সামনে আসেনি। কিন্তু তানি জানত, পাখিটির বার্তা তার জীবনকে বদলে দিয়েছে। সেই পাখি শুধু তার ভাইয়ের আত্মার প্রতীকই নয়, তার জীবনের নতুন পথচলার সূচনা।