মনের এক খন্ড ছিলে তুমি
আমায় ছেড়ে চলে গেলে।
আজ যে নেই তুমি
আমার কথা কি ভুলে গেলে?
কেন ধোকা দিলে আমায়,
কেন ঠেলে দিলে অন্ধকারে?
আজ যে তুমি ইতিহাসের পাতায়,
তোমার কি সেই কথা মনে পড়ে?
কত জায়গা গেছি আমরা
কত যুদ্ধ করেছি জয়,
তুমি যে সেই যুদ্ধা
আমার কথা কি মনে রয়?
তুমি লিখেছিলে এক চিঠি আমায়
আমার কাছে সেটা গল্প,
তোমায় লিখেছি ইতিহাসের পাতায়
আমার কথা মনে পড়ে অল্প।