শুভ শুভ শুভ দিন
আজকে তোমার জন্মদিন।
তুমি হয়েছিলে জন্ম এ মহান দিনে,
তাই স্মরণীয় হয়ে থাকবে তুমি আমার মনে।
এই দিনে তোমায় পেয়ে ধন্য আমরা,
চলো যাই এবং খাই কিক মিষ্টি আর আমড়া।
আজকে আমরা খুশি তাই সাজাব ঘর,
ঘর সাজিয়ে বিস্মিত করব
আমরা নই পর।
এই দিনটি তোমার,
যা খুশি বলো।
কি খাবে?
নিয়ে আসি চলো।