Posts

কবিতা

১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে মারলিনের বেঁচে থাকা

December 16, 2024

হাসিন এহ্সাস লগ্ন

124
View

শীতের সন্ধ্যায় আমার শার্সিতে মেশে-গলে 
কণ্টকী শীষফুল।
মৃত মাছের সান্ধ্যোৎসবে ভায়োলিন বাজায় পুওর সান্তিয়াগো।
কেবল তোমার স্যালাইভারি গ্লান্ড থেকে একে একে তুলে আনি সুতো, বুনি মনস্তাপের জাল।
নরম-মার্শমেলো চোখ তোমার
তিষ্যরক্ষা করতে চায় আমাকে বারবার।
আমি এক প্রকাণ্ড মারলিন।
তুমি বোধহয় গেঁথে ফেলেছো।
হাঙর-ভরা সমুদ্রে কোথায় হাঙর?
কখন করবে বিশাল হাঁ? কুটকুট করবে, ছিঁড়বে...
কখন পাড়ে পৌঁছাবে আমার কঙ্কাল?
সান্তিয়াগো!

Comments

    Please login to post comment. Login