ও মরে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না"–এটুকু শুনেই জ্ঞান হারালো মেঘলা।
মেঘলা তারাম্মুম, একজন মেঘলা দিনে জন্ম নেয়া মেয়ে, নাম রেখেছিলেন ওর নানী। যেমন নাম তার কাজ তো তেমনই হবে। তাই না, তাইতো।
এজন্য কোনো খারাপ খবর শুনলে চুপ করে থাকতে পারে না, মনের অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি।
আজকে সকালটা খুবই সুন্দর, কিন্তু হয়তো সবার জন্য নাহ্। কিছুদিন পরে ওর বিয়ে হয়ে যাবে আকাশ নামের একটি ছেলের সাথে।
আমি কি এই ছেলেটিকে ইনভাইট করতে চাই? মেঘ নামের ছেলেটি তাকে দেখতে চায়, এই সময়ে কেন? একটা ইনভাইটেশন কার্ড নিয়ে গেলে কেমন হয়?
রিকশায় ওঠে মেঘলা, যাওয়ার সময় তারই ফ্রেন্ড রাঁচিকে ডেকে নেয়। মেঘের সাথে তার পরিচয় বেশিদিনের না, ছেলেটি মোটামুটি ভালো তাই সে তার কাজিন দের জন্য ছেলেটিকে দেখতে যায়।
বাড়িতে ফিরছে মেঘলা, সঙ্গে একটি গোলাপ ফুল, আকাশকে ছবিটা পাঠিয়ে দেয় মনের অজান্তেই।
বাড়িতে ফিরে দেখে সবার মুখ থমথমে। "এ অবস্থায় ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারবোনা নাকি, আর কতজনকে প্রাণ দিতে হবে, এমন ক্ষতি যেন কারো না হয়। আকাশের সাথে তো মেঘলার বিয়ে হলো না। আকাশ মারা গেছে মেঘলা, আকাশ মরে গেছে আজকে। হারিয়ে গেছে শহীদের মিছিলে। ওর মা ফোন করেছিল। ওকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না।"