বৃষ্টিতে ভিজে গেছে সব বাড়িগুলো
পাতাগুলো ধুয়ে ধুলো এদিকে তাকালো
ছোট ছোট ছেলে মেয়ে ভিজে নেচে গেয়ে
জানালায় উকি দেয় মায়াময় মেয়ে।
মেঘে মেঘে ঢেকে গেছে সূর্যের হাসি
মেঘময় মেদুরতা তবুও ভালোবাসি
সব কাজ পড়ে আছে বৃষ্টিটা বাঁধা
আকাশটা ধুয়ে গেছে রাস্তায় কাদা।
বৃষ্টি পড়ে দৃষ্টি আবছা
নিজের মাঝে আমি ঝাপসা
ভুলেছি কি আমি, সেই দিনগুলি?
স্মৃতির দুয়ার, আজি দিলেম খুলি।
দ্বার খুলে একসাথে বৃষ্টিতে ভিজি
ময়লা যত মনে ধুয়ে নিব আজি
বৃষ্টির ফোটা ভেজা এক কাপ চা
স্বাদে গুনে নেই তার কোন তুলনা
ময়লা যত মনে ধুয়ে নিব আজি
বৃষ্টির ফোটা ভেজা এক কাপ চা
স্বাদে গুনে নেই তার কোন তুলনা