Posts

নিউজ

আরেকটি নতুন থ্রিলার লেখার ঘোষণা দিলেন বিল ক্লিনটন

December 16, 2024

নিউজ ফ্যাক্টরি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আরেকটি নতুন থ্রিলার লেখার ঘোষণা দিয়েছেন। বইটি আগামি বছরের গ্রীষ্মে যৌথভাবে প্রকাশ করবে আলফ্রেড এ. নফ এবং লিটল, ব্রাউন।   

'দ্য ফার্স্ট জেন্টলম্যান' নামের এই বইয়ে বরাবরের মতই ক্লিনটনের সহ লেখক হিসেবে আছেন জেমস প্যাটারসন। এটি তাদের লেখা তৃতীয় উপন্যাস হতে যাচ্ছে। 

এর আগে ২০১৮ সালে ক্লিনটন এবং প্যাটারসন একত্রে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ নামের একটি পলিটিকাল থ্রিলার প্রকাশ করেন। এটি সে বছরের বেস্টসেলার বইয়ের তালিকায় জায়গা পেয়েছিল।

বইটি জনপ্রিয় হওয়ার পর ক্লিনটন এবং প্যাটারসন ‘দ্য প্রেসিডেন্ট’স ডটার’ নামের দ্বিতীয় পলিটিকাল থ্রিলার লিখেন। এটি ২০২১ সালের জুন মাসে প্রকাশিত হয়। 

দ্য ফার্স্ট জেন্টলম্যান উপন্যাসটি মার্কিন জাতীয় ফুটবল লিগের একজন খেলোয়াড়কে কেন্দ্র করে লেখা হয়েছে। তিনি পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের স্বামী অর্থাৎ ফার্স্ট জেন্টলম্যানে পরিণত হন।    

ক্লিনটন এক বিবৃতিতে বলেছেন, জিম এবং আমি সবসময় একসাথে লেখালেখি করার মাধ্যমে একটি দুর্দান্ত সময় কাটাই। তবে আমরা আমাদের কাল্পনিক প্রেসিডেন্টদের জন্য বেশ কঠিন পরিস্থিতি সৃষ্টি করি। আমরা এর আগে একজন প্রেসিডেন্টকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা বন্ধ করতে আত্মগোপনে পাঠিয়েছি। অন্য একজনকে তার পরিবারকে রক্ষা করার জন্য একটি কঠিন পরীক্ষায় ফেলেছি।

তিনি আরও বলেন, আমাদের নতুন বইতে আমরা আপসহীন বা নির্মম উপায়ে কাজ করতে প্রস্তুত এমন এক প্রেসিডেন্টের চরিত্র তৈরি করেছি। এটি লিখতে আমরা যতটা আনন্দ পেয়েছি, আমি আশা করি এটি পড়েও পাঠকেরা ততটাই আনন্দ পাবেন। 

দ্য ফার্স্ট জেন্টলম্যান ২০২৫ সালের ২ জুন প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। 

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login