নবীন লেখকেরা, সাবধান!
তোমাদের সামনে রয়েছে ভয়ঙ্কর এক পৃথিবী। শব্দের জাল বুনে বসে আছে মাকড়সার দল। তোমাদের লেখা যেন তাদের জালে আটকে না যায়, সেই দিকে খেয়াল রেখো।
মনে রেখো, তোমাদের কলম হলো তোমাদের অস্ত্র। এই অস্ত্র দিয়ে তোমরা লড়বে এই সমাজের অবিচার, অন্যায়, অসাম্যের বিরুদ্ধে। তোমাদের লেখা হবে সমাজের দর্পণ, যেখানে ফুটে উঠবে সব সত্য, সব বাস্তবতা।
তবে সাবধান! এই পথ মোটেও সহজ নয়। তোমাদের পথ আগলে দাঁড়াবে অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা। তোমাদের চেষ্টা করবে দমিয়ে রাখতে, চেষ্টা করবে ভুল পথে নিয়ে যেতে। তাই সব সময় সজাগ থাকো, সতর্ক থাকো।
নিজের বিশ্বাসকে শক্ত করে ধরে রেখো। ভয় পেয়ো না কারো, ভয় পেয়ো না সমালোচনার। মনে রেখো, সব সময় সবাইকে খুশি করা সম্ভব নয়। তোমার কলম যেন কখনো কারো ভয়ে থেমে না যায়।
নতুন লেখকেরা, তোমরাই এই সমাজের আশার আলো। তোমাদের কলমেই জাগবে নতুন ভোর। তাই আজ থেকেই শুরু করে দাও তোমাদের লড়াই। তোমাদের লেখায় ফুঁসে উঠুক নতুন প্রাণ।
জয় হোক সত্যের, জয় হোক ন্যায়ের।