Posts

গল্প

একটি পাখির স্বপ্ন

December 17, 2024

Aditta

 একবার একটা খরগোশ ছিল, সে খুব বড়ো বড়ো কথা বলতো। সে সবসময় দাবি করতো যে সে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। একদিন সে হাতিটাকে দেখে তার সামনে গিয়ে বলল, "আমি তোমার চেয়ে অনেক শক্তিশালী। আমি তোমাকে এক মুঠোতে ধরে ফেলতে পারব।"
হাতিটা হাসতে হাসতে বলল, "তুমি? আমাকে ধরে ফেলবে? আচ্ছা, চেষ্টা করে দেখ।"
খরগোশটি হাতির পা ধরে টানতে শুরু করল। কিন্তু হাতিটা এক ইঞ্চিও নাড়ল না। খরগোশটি লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝতে পারল যে সে কত বড়ো বোকা।
এবার তোমার জন্য আরেকটা গল্প বলি:
একবার একটা কাক ছিল, সে খুব বুদ্ধিমান ছিল। একদিন সে একটা পাত্রে দুধ দেখে। দুধটা খেতে চাইল কিন্তু পাত্রটা খুব গভীর ছিল। সে কিছুতেই দুধটা পান করতে পারছিল না। তখন সে একটা চালের দানা মুখে নিয়ে দুধের পাত্রে ফেলতে থাকল। ধীরে ধীরে পাত্রের জল বেড়ে গেল আর কাকটি দুধটা খেয়ে ফেলল।
কোন গল্পটা তোমার বেশি ভালো লাগল?
 

Comments

    Please login to post comment. Login