একবার একটা কাক ছিল, সে খুবই বুদ্ধিমান ছিল। একদিন সে একটা পাত্রে দুধ দেখে। দুধটা খেতে চাইল কিন্তু পাত্রটা খুব গভীর ছিল। সে কিছুতেই দুধটা পান করতে পারছিল না। তখন সে একটা চালের দানা মুখে নিয়ে দুধের পাত্রে ফেলতে থাকল। ধীরে ধীরে পাত্রের জল বেড়ে গেল আর কাকটি দুধটা খেয়ে ফেলল।
এবার তোমার জন্য আরেকটা গল্প বলি:
একবার একটা সিংহ ছিল, সে জঙ্গলের রাজা ছিল। একদিন সে একটা ছাগলকে দেখে। ছাগলটি ভীষণ ভয় পেয়ে গেল।