দ্রোহের অনলে পুড়ে ছাই এ মাটি
অথচ তার প্রকৃতি ছিল কত সভ্য,
তবে যে কেউ প্রশ্ন ছুঁড়বে, বিশ্বাসী না
এ মাটি কোনোকালে ছিল না সভ্য।
অথচ মাটি মানেই মানুষ, আর কী!
তার স্বভাব আচরণ তো নম্র, সভ্য,
তবে যে কেউ প্রশ্ন ছুঁড়বে, বিশ্বাসী না
কি এমন হলো? সে ভদ্র না, অসভ্য।
মানুষে মানুষে ভেদাভেদ কতকালের
দলাদলি, হানাহানি করেই তারা অসভ্য,
তবে যে কেউ প্রশ্ন ছুঁড়বে, বিশ্বাসী না
কেন এমন তারা এতটা অসভ্য?
সেই অসভ্যতার ধুম্রজালে আচ্ছন্ন হয়েও
একদল দাবী করছিল তারা সভ্য,
তবে যে কেউ প্রশ্ন ছুঁড়বে, বিশ্বাসী না
লড়াই করেই তারা এমন সভ্য?
এ লড়াই কতকালের! না; এ যে বিপ্লব
বিদ্রোহী, বিপ্লবী হয়েও তারা সভ্য,
তবে যে কেউ প্রশ্ন ছুঁড়বে, বিশ্বাসী না
লড়াকু মনের উদ্যমী, বিপ্লবীরাই সভ্য!
দ্বন্দ্ব বেঁধেছে সত্য-অসত্যের ময়দানে
এ মনে সত্যবাদীরাই চিরকাল সভ্য,
তবে যে কেউ প্রশ্ন ছুঁড়বে, বিশ্বাসী না
কেন আমরা বিশ্বাসী না? হবোই সভ্য।
সত্যবাদীরা আত্মবিশ্বাসী, তারা মর্যাদাবাদী
লড়াইয়ে বিজয়ী হয়ে তারাই সভ্য,
তবে যে কেউ প্রশ্ন ছুঁড়বে না, বিশ্বাসী
ময়দানে কাঁধ মিলাব, প্রমাণ করব; এ জাতি সভ্য।
18
View