তুমি আমার কাছে এক কল্পনা চিত্র,
তোমার অস্তিত্ব! তা এক অজানা তথ্য।
আসো যদি তব দোয়ার খানা খুলিবো,নাহয় কল্পনাতে মিশাইয়া রাখিবো।
তোমার অপেক্ষা গুনবো,
অন্য কারো প্রবেশাধিকার আঁটকাবো।
আমি তোমায় আসক্ত,
অন্য কেহু তো মোহ মাত্র।
কত জন এলো গেলো,
তোমার আসার অপেক্ষা রইলো।
ঐ দিন আসলো একজন,
মোহ মায়ায় বাঁধলো সে জন,
মনের গহীন যাওয়ার আগে,
থামিয়ে দিলাম আমি তাকে।
আমার শুধু জানা আছে,
আমার মনে,তোমার অভাবের আভাস আছে,
তাইতো তাকে জায়গা দিচ্ছে,
এই মোহ কেঁটে যাবে,
যখন তোমার প্রবেশ ঘটিবে।
তাইতো আমি সরে এলাম,
যাওয়া পথ বন্ধ করলাম,
রাখিনি কোনো শাখাপ্রশাখা,
অজুহাত তো দুরের কথা।