Posts

কবিতা

কে ছিলে তুমি

December 18, 2024

সোহেল রানা

  কে ছিলে তুমি 
   সোহেল রানা

নয়নের ঐ নয়ন মণি ; নাহি ছিল মোর কন্ট্রোলে
বার বার সেদিন তাকায় ছিলাম,
তোমার তরে নানান ছলে।

তুমি আর দিদি সেদিন ঐ; কলেজের সেই চত্বরে 
আসিয়াছিলে হয়তো বা,
ঐ কেজি বৃত্তির কারণে।

বার বার শুধু তাকায় ছিলাম ; তোমার মায়া দৃষ্টি পানে
তুমি কি সত্যি বুঝনি!
আমার তাকানোর সেই মানে।

বোকার মতো শুধু আমি ; কত কি ভেবেছি মনে 
আমার দিকে না তাকিয়ে 
তুমি, সময় দিলে ফোনে।

হঠাৎ চোখেতে চোখ পড়তো ; তোমার মায়াবী দৃষ্টিতে 
পরক্ষণেই তোমার মুখটি 
মাক্সের আবরণে ঢাকতে।

তুমি হয়তো ভেবেছিলে; আমার পাশের ছেলে দেখে 
আমিও হয়তো বা মুসলিম 
এটাই তো বা হতে পারে।

হ্যাঁ, ও মুসলিম আমি হিন্দু ; দাড়িয়ে দুই বন্ধু মিলে 
তাকিয়েছি কত বার ঐ,
তোমায় ভালোবাসার টানে।

বৃত্তি পরীক্ষা শেষে তুমি; হঠাৎ কোথায় চলে গেলে 
আজও জানিতে পারিনি
মেয়েটি তুমি কে ছিলে? 
 

১৮.১২.২০২৪
সময়:- রাত: ২:০০ এম
 

Comments

    Please login to post comment. Login