Posts

কবিতা

প্রিয়তমা অথবা চা (উৎসর্গ: মিস 'টি')

December 19, 2024

মুহাম্মদ জিয়াউল হাসান

130
View

ছুটির দিনের বৈকালিক সভায়
কিংবা বর্ষাদ্র জানালার পারে
তুমি না হয় চা
একটা কিছু থাকা চাই।
তবে তুমি থাকলেই ভালো।
কারণ চায়ের রেশ ক্ষণিক পরেই মিলিয়ে যায়।
আর তুমি তো অনন্ত,
তোমার সান্নিধ্য সুখ আমাকে বেহেশতের কথা ভুলিয়ে রাখে।

কিন্তু তোমার অনুপস্থিতি আমার বৈকালিক সভায়
কিংবা ভারী বরষার দিনে অলস জানলার পাশের মূহুর্তে
চায়ের বিকল্প কিছুই নাই।
এমনকি ফেনিল উষ্ণ এক পেয়ালা দুধ, কিংবা কফি কিছুই আমাকে শান্তি দিতে পারে না।

Comments

    Please login to post comment. Login