Posts

কবিতা

আমার শৈশব বলে কিছু নেই

December 19, 2024

Joy Banik

Original Author হেলাল হাফিজ

164
View

আমার শৈশব বলে কিছু নেই
আমার কৈশোর বলে কিছু নেই,
আছে শুধু বিষাদের গহীন বিস্তার।
দুঃখ তো আমার হাত–হাতের আঙুন–আঙুলের নখ
দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদমস্তক

Comments

    Please login to post comment. Login