পোস্টস

পোস্ট

লেটার টু অ্যা প্লীজ্যান্ট সিক পারসন

১৬ মে ২০২৪

মোঃ সিহাবুর রহমান সুপ্ত

মূল লেখক মোঃ সিহাবুর রহমান সুপ্ত

লেটার টু অ্যা প্লীজ্যান্ট সিক পারসনঃ

আপনার অসুস্থতা চিন্তাগ্রস্ত করে। আপনি সুস্থ হলে আপনাকে একটা আনারস উপহার দিবো। জানেন ১৭০০ এর শতকে আনারসকে হস্পিটালিটি বা সমাদরের প্রতীক হিসাবে মনে করা হতো। তখন আনারস সবাই খেতে পারতো না। উচ্চমূল্য পন্য ছিলো আনারস। মানুষ কোনো অনুষ্ঠানে ঘর সাজানোর জন্য আনারস ভাড়া নিয়ে আসতো। তখন আনারসের মূল্য বর্তমান ডলারের সাথে তুলনা করলে দাঁড়ায় ৮ হাজার ডলার। চিন্তা করা যায়!! জর্জ ওয়াশিংটন বলেছিলেন, কোনো কিছুই আনারসের স্বাদের জায়গা দখল করতে পারবে না। কলাম্বাস আমেরিকা আবিষ্কারের পর উত্তর আমেরিকার অঞ্চল গুলো থেকে আনারস নিয়ে এসেছিলেন। ইংল্যান্ডের রাজা সহ সকল অভিজাত মানুষরাই আনারস খেতে পারতেন।

আপনি একজন মূল্যবান মানুষ। মূল্যবান মানুষকে অভিজাত ফল দিতে চাই। দ্রুত সুস্থ হোন। দোয়া করি। 

সুপ্ত