এক বসন্ত বিকেল ছিল না কখনো,
তবুও কল্পনায় কাটতো প্রহর, দ্বিপ্রহর।
উদাসিনতা ছিল মোহ তোমার প্রতি,
জাপটিয়ে ধরলো তবুও ক্লান্ত কেহ
আমি ছাড়িনি পিছু, ধরিনি মায়া।
ছায়া হয়ে ছুটেছি, প্রানবন্ত বিরহের বুকে
অজানারে দেখা, নিঃশব্দে ঝরে পড়া পাতা
অচিন পুরের করুন সুখে স্বপ্ন আকা।
ভ্যবাচ্যাকা খেয়ে, রুদ্ধ শ্বাসে দৌড়ে ছুটি
এক বসন্ত বিকাল ছিলনা কখনো
নিঃশব্দ রাত, আসতো দারুন কোলাহলে
সমারোহে ঘুমের দেশে, সুখ কুড়িয়ে জাগতো প্রহরে।
মিহি বাতাসের সুরে দ্বিপ্রহরে,
মাটির ঢিলায়, ব্যথা গুড়িয়ে ধুলো উড়িয়ে ছুটি।