Posts

কবিতা

Christmas

December 19, 2024

Krishna Bairagi Ovinob

✝️ক্রিস্টমাস🎅

টিং টং টিং টং করে
বাজছে ওয়াল ঘড়ি,
ক্ষণিক পরে,
ঠিক ঠিক শব্দে
বলে উঠল, 
ঘড়ির পাশে বসে থাকা
সাদা টিকটিকি।
ঘড়ির নিচে ঝুলন্ত ঘড়ির দণ্ড
যাচ্ছে এদিক থেকে ওদিক, 
ঘড়ির মধ্যে ঘণ্টার কাঁটা
এসছে রাত (১২)বারোটার দিক।

আজ সকাল থেকে
ব্যস্ত অভি ও অ্যান্ড্রু,
ধর্ম-বর্ণ নির্বিশেষে
দুই বন্ধু মিলেমিশে
এই দিনটি উদযাপন করে
সেই শৈশব থেকে।

খোলা আকাশে অগনিত নক্ষত্র হাসে,
ঐই আকাশে হাজারও ফানুস ভাসে, 
এই মধ্য তিমির রাতে। 
ঐই আসমানে এখানে-ওখানে
ভিন্ন ভিন্ন রং-এ
আতশবাজি ও আলোকপুঞ্জ ভাসে,
এই মধ্য রাতে।

এই রাতে ছোট বাচ্চাদের মনে
কত ইচ্ছা জাগে, 
তারা মনে মনে ভাবে
তাদের প্রিয় ইচ্ছা
পূরণ করবে
ভিনগ্রহ থেকে
🎅স্যান্টা এসে,
এই নিশিতে।

ঈশ্বর পুত্রের জন্ম স্থান
        জনসমক্ষে তুলে ধরতে
খণ্ড খণ্ড দৃশ্যচিত্র তৈরি করল
দুই বন্ধু মিলে।

যিশুর গোয়াল ঘরে জন্ম স্থান
মেরী মায়ের কোলে
  সদ্যোজাত যিশুর বাসস্থান
   পিতা জোসেফের অবস্থান
হাজারো জনতার সমাগম 
ফুটিয়ে তুলল দুই বন্ধু মিলে
খণ্ড খণ্ড ঐই দৃশ্যপটে।

কে কে বি

Comments

    Please login to post comment. Login