Posts

গল্প

সবুজের পাঠ

December 19, 2024

মো:সোহেল রানা


৮ বছরের আরাফ গ্রামের ছেলে। সকালে স্কুলে যাওয়ার আগে সে প্রতিদিন গাছতলায় বসে ছোট্ট পাখিদের কিচিরমিচির শুনত আর পুকুরের জলে মাছেদের খেলা দেখত। তার মা মাঝেমধ্যে বলতেন, "আরাফ, তুই এতক্ষণ প্রকৃতির দিকে তাকিয়ে থাকিস কেন?" আরাফ হেসে বলত, "গাছ, পাখি, আর এই নদী আমার বন্ধু।"

একদিন স্কুলে শিক্ষক বললেন, "গাছ ছাড়া আমরা কেউ বাঁচতে পারব না। তারা আমাদের অক্সিজেন দেয়, খাবার দেয়, ছায়া দেয়।" সেই কথা আরাফের মনে গেঁথে গেল। সেদিন দুপুরে বাড়ি ফেরার পথে সে দেখতে পেল, এক লোক তাদের বাড়ির পাশের একটি পুরনো আমগাছ কেটে ফেলছে।

আরাফ ছুটে গিয়ে তার বাবার কাছে বলল, "বাবা, লোকটা গাছটা কাটছে কেন? গাছ তো আমাদের বাঁচিয়ে রাখে! আমরা কি ওকে বাঁচাতে পারি না?"

তার বাবার সঙ্গে আলাপ করে আরাফ বুঝল, অনেক সময় মানুষের প্রয়োজনের কারণে গাছ কাটতে হয়, কিন্তু নতুন গাছ লাগানোও সমান জরুরি। সেদিন থেকেই আরাফ ঠিক করল, সে যতবারই গাছ কাটতে দেখবে, ততবার নতুন গাছ লাগাবে।

Comments

    Please login to post comment. Login