ঢাকার পুরান পাড়ার সরু গলিগুলো রাতের অন্ধকারে অন্যরকম প্রাণ পায়। এই গলির অন্ধকারেই বাস করে রহমান। বয়স ত্রিশের কোঠায়, পাকা চোর হিসেবে তার বেশ নামডাক। রহমান নিজের নিয়মে চলে—বড়লোকদের বাড়িতে চুরি করে, কিন্তু কোনো প্রাণহানি বা সহিংসতার পথে পা বাড়ায় না।