আমি সকালে পড়তে যাবো তাই দ্রুত প্রস্তুতি নিচ্ছি। আম্মুকে বললাম ভাত হয়েছে? "হ্যাঁ, হয়েছে"। কি দিয়ে? উত্তর শুনে রেডি হয়ে চলে গেলাম খাবারের টেবিলে।
খাবার টেবিলে প্লেটে দেখি গতকালের বাসি ভাত ভেজে দিয়েছে, সাথে এক টুকরো জিলেপি। কিন্তু আমি যে খাবারের কথা শুনে এখানে ভাত খেতে আসলাম সেটা না পেয়ে আমি হতাশ। বেধে গেলো আম্মুর সাথে ঝগড়া।
আমি আম্মুকে বলেছিলাম "কি দিয়ে ভাত?" আমি শুনেছি যে আম্মু বলেছে, "মাংস রান্না করেছি"। কিন্তু এখন যখন আম্মুকে বললাম তুমি মাংসের কথা বলে গতকালের ভাত ভেজে দিলে কেন? তখন আম্মু বলছে যে আম্মু নাকি বলেছে, "মাংস রান্না করছি"। এভাবে কিছুক্ষণ তুমুল ঝগড়া চললো " করেছি আর করছি" নিয়ে। চললো "continuous and perfect" সংঘাত।
হয়তো আমি ভূল শুনেছি অথবা আম্মু ভূল বলেছে। কিন্তু এসবের কারণে আমার আর খাওয়া হলো না। রেগে না খেয়েই চলে গেলাম পড়তে।