বুকার প্রাইজজয়ী ভারতীয় লেখক কিরণ দেশাইয়ের নতুন বই আগামি বছরের শরতে প্রকাশিত হবে। প্রায় দুই দশক পরে প্রথমবার নতুন এই উপন্যাস প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’ নামের উপন্যাসটি হোগার্থ প্রেস থেকে বের হবে। লন্ডনভিত্তিক প্রকাশনা সংস্থাটি বলেছে, এই মনোমুগ্ধকর বইটিতে দুই জন তরুণ-তরুণীর কাহিনী বর্ণনা করা হয়েছে। ভারত এবং আমেরিকার প্রেক্ষাপটে লেখা এই বইটি প্রেম, পরিবার, ঐতিহ্য এবং আধুনিকতার একটি মহাকাব্য।
কিরণ দেশাই ১৯৯৮ সালে 'হুল্লাবালু ইন দ্য গুয়াভা অরচার্ড' উপন্যাসের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। ৬ বছর পরে ‘দ্য ইনহেরিট্যান্স অব লস’ নামের উপন্যাস লেখেন তিনি। ২০০৬ সালে এই বইয়ের জন্য মর্যাদাবান বুকার প্রাইজ জিতেন।
দ্য ইনহেরিট্যান্স অব লস, কিরণ দেশাইয়ের দ্বিতীয় উপন্যাস। এই বইয়ের জন্য তিনি বুকার ছাড়াও ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডও জিতেছেন।
এদিকে ৫৩ বছর বয়সী এই ভারতীয় লেখক এক বিবৃতিতে বলেছেন, আমার এই বইয়ের মাধ্যমে সোনিয়া এবং সানির মত দুই আধুনিক ভারতীয় তরুণ-তরুণীর একাকীত্ব ও প্রেম নিয়ে পশ্চিমা এবং প্রাচ্যের ধারণাগুলো তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বরে প্রকাশিত হবে।
সূত্র: কিরকাস