বহমান
এস.এ
এই শহরে তুমি আর,নয়ণ দৃষ্টি তে পাওনা খুঁজে,
হারিয়ে ফেলেছো দুঃখ শেষে !
সুখ যে ক্ষণে চুম্বন দিলো ঐ নয়ণে,
আমি হারালাম তোমার অজান্তে !
অনেক নোনা বৃষ্টি ঝরে গেছে -
তুমি জানতে, তোমার নিপুণ অভিনয়ে।
এই শহরে তুমি নও ,স্বর্গ আমায় ছুঁয়ে যায় ,
সুতরাং ........
বহমান এ জীবন ঐ পারের পথে।