Posts

কবিতা

প্রজন্মের সুর

December 21, 2024

Shamsul Alam

25
View

প্রজন্মের সুর
এস.এ
কিছু সন্তান জন্ম নেয় মায়ের বারণ শুনেও -
রাজপথে যায় মায়ের মুখে হাসি ফোটাতে !
হয়তো সে ফিরবে না,এক মায়ের বুক খালি করে,
দেশ মায়ের মুখে হাসি ফুটাতে।
এবার যদি না পারে তোমার সন্তান মাগো 
মুখ দেখাবে কি করে? 
ঘুরে দাঁড়ানোর আলো দেখছি আজ আবার!
বড় খোকা মুক্তিযুদ্ধ করেছে 
আর তোমার মেজো নেংটি পরে শুনে কথা পা চাটার। 
সুযোগ এসেছে মেজোর !
দেশের তরে যতই তোমার গোপন নথী থাকুক ওদের হাতে। 
মেজো আজ যদি তুমি দাঁড়াও মোদের পাশে তুমিও বীর হয়ে যেতে পারো। 
অনেক তো কামিয়েছে বেনজীর হয়েছে চলতে পারবে তোমার তিন পুরুষে। 
এবার না হয় কিছু করো দেশের তরে ।
আর না চাটলে খুব কি ক্ষতি হবে এই জনমে।?
দেশ বিকিয়ে নিজেকে গড়েছো তোমার কি যায় আসে সন্তান তো থাকে বিদেশে। 
থাকুক না তোমার সন্তান বিদেশে দেশের সন্তানের তরে একটু পাশে আসো। 
হয়তো তোমার অনেক গোপন কর্ম ফাঁস করে দিবে মোদের সাথে আসাতে। 
আমরা বুঝি এ জাতি আর নেই সেই মূর্খের জাতি শিক্ষিত হয়ে আজ শুধু নিজের চিন্তা করি !
মাগো তোমার ছোট ছেলের বড় জেদ 
সে কি মেনে নিবে দেশের ক্ষতি 
প্রয়োজনে নিয়ে নিবে প্রাণ । রক্ত ঝরেছে মায়ের বুকে,
লালসার দৃষ্টিতে ঘিরে রেখেছে,তাদের হুংকার দেয় সে!!
নতুন প্রজন্মের সুরে।🤞

১৮ জুলাই ২৪

Comments

    Please login to post comment. Login