Posts

কবিতা

স্মৃতির ডাকে

December 21, 2024

মোঃ মাহবুবুর রহমান

পুরোনো সেই দিনের কথা,
কখনো কি যাবে ভোলা?
শৈশবের সেই স্মৃতিগুলো,
মন ভরায় যত ছোঁয়া।

ছোটবেলায় ছিলাম ভালো,
ছিল না কোনো দুঃখ–জ্বালা।
হাসি-খুশি দিন কাটাতাম,
পাখির মতো মুক্ত মেলা।

মাঠের ধারে ফুটবল খেলা,
বন্ধুদের সাথে ঝগড়া-মেলা।
নদীর জলে খেলতাম দলে,
মনে হতো জীবন মেলা।

ছিল না কোনো বড় দায়িত্ব,
ছিল কেবল আনন্দ আর মুক্তি।
সারাদিন ঘোরাঘুরি আর খেলাধুলা করে,
সন্ধ্যা হলেই চলে আসতাম বাড়ি।

ফিরে আসবে কি সেই দিনগুলো?
শৈশবের জীবন, হাসির দোলা।
পুরোনো সেই দিনের কথা,
কখনো কি যাবে ভোলা?

চাইলে ঘুরে আসতে পারেন,

আমার ফেসবুক একাউন্ট এর লিংক:https://www.facebook.com/halaka.batase.lungi.akase.384057

আমার ফেসবুক পেজ এর লিংক:

https://www.facebook.com/profile.php?id=61550896577713

Comments

    Please login to post comment. Login