Posts

গল্প

অপূর্ণভবা

December 21, 2024

Miran

“সাবধানে থাকিস মা , আর কোনো অসুবিধা হলে কিন্তু কল করবি। সময়ে খেয়ে নিবি।”

“হ্যাঁ মা হ্যাঁ, ঠিক আছে আমি এবার রাখি , আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে।”

“রাখ মা , সাবধানে থাকবি ।”

মায়ের সাথে কথা শেষ করেই রুমি হন্তদন্ত হয়ে মেডিক্যাল কলেজের দিকে ছুট দিলো । সেখানে নাইট শিফট এ জয়েন করে নিজের ড্রেস চেঞ্জ করে ইমার্জেন্সি ওয়ার্ড এর দিকে পা বাড়ালো । ঘণ্টা কয়েক পর রুমির মা বারবার কল করতে লাগলেন মেয়েকে কিন্তু কিছুতেই রুমিকে ফোনে পেলেন না। কি করবেন বুঝতে না পেরে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লেন।

প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়ে রুমি , অল্প বয়সেই পিতৃহারা মেয়েটা , মায়ের নয়নের মনি হয়ে বড়ো হয়ে উঠেছিল। ছোট বেলায় যখন তার বাবা কাজ থেকে বাড়ি ফিরত, রুমি কে পড়তে দেখে বলতো বড় হয়ে ডাক্তার হবে আমার ঝাঁসির রানি টা ।

Comments

    Please login to post comment. Login