Posts

কবিতা

পূর্ণতা

December 21, 2024

Rumana Islam Riya

💙" পূর্ণতা "💙

তুমি, হ্যাঁ তুমি 
ভালোবেসে যাকে পেয়েছি আমি। 
কি ভাবছো,পেলাম কি করে? 
তুমি তো কবেই এসেছো আমার হৃদয়ের পরে। 
তবে শুধু এসেছোই, থেকে যাওনি, 
তার মানে কি এই যে, আমি তোমায় পাইনি? 
হয়তো একই ছাদের তলায় থাকেনি কোনোদিন,
তাতে কি? একই আকাশের নিচেই তো চিরদিন।
বিয়ে কি ভালোবাসার পূর্ণতা নাকি সমাপ্তি? 
আমি তো জানি, ভালোবাসা বিয়ে অব্দিই।
রুক্মিণী যাকে পেয়েও অপূর্ণ 
জানো না কি তা? 
না পেয়েও তাকে 
রাধার পূর্ণতা।
 


 

Comments

    Please login to post comment. Login