কে হেটে যায় কে হেটে যায় নব বধূর সাজে!
কার স্মৃতিতে মনের মাঝে ক্রন্দন স্বর বাজে।
কে চলে যায় কে চলে যায় হয়ে পরের বউ
কোমল প্রানের বেদনা দেখলো না যে কেউ
আনন্দতে বধু নাচছে শুনে গানের তাল।
অশ্রু ঝড়ে পরছে দেখো বেয়ে কবির গাল।
খুশি মনে যাচ্ছে বধু চড়ে খুশির রথে!
সেই শোকেতে ঘুড়ছে কবি পাগল হয়ে পথে
মরন ডেকে বলছে তখন, যেওনা বধু ছেড়ে!
তুমি গেলেই নেবো আমি প্রানটি কবির কেরে।
25
View