Posts

কবিতা

সময় কিছুই দেয়নি আমাকে

December 22, 2024

Nasima Khan

26
View

সময় কিছুই দেয়নি আমাকে 
ধরো আরো যদি বাঁচি পনেরো অথবা বিশ
কিছুই হবে না, আমাকে কখনো কেউ আপন ভাবতে পারবে না, 
আমি কখনো কারো আপন হতে পারিনি 
কেন জানি এরকমই জন্ম থেকে নিঃস্ব হয়ে জন্মেছি,
ঘরের, বাইরের কোথাও কারো কাছে আপন হতে পারিনি !

লিপ রিডিং পড়তে শিখেছি যেদিন থেকে, সেদিন থেকে আমার থেকে সাটসাট করে দূরে সরে গেছে স্বজন, প্রেমিক অথবা বন্ধু।

আমি বিনাকারণে হ্যাণ্ডশেক করতে পারিনি, 
রেইজ হয়নি হাত,
কুর্ণিশ হয়নি মাথা বেদরদিদের কাছে, 
অথবা হুট করে ক্ষমা চাইতে পারিনি, 
ক্ষমা চাইব ক্যানো? আমার চোখ তো প্রেমিকের বাইরে সুদূরে তাকায়নি জীবনে!

যতবার ক্ষমা চেয়েছি ততবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, 
আমি জন্ম অভিশপ্ত একজন, 
বাবা বলতেন, লক্ষ্মী মা! 
অবাক হয়ে ভাবতাম আমার লক্ষ্মীর ভাণ্ডারে অযুত নিযুত অবজ্ঞা আর অবহেলা জমা ক্যানো?

ভাববার আর কিছু নেই, 
প্রেম আমাকে স্পর্শ করবে না,দেবে না কেউ কোনো কেয়ারিং প্রেম। 
এই সত্য আমি জেনে গেছি,
তোমাদের ইতিহাসের এককোণে লিখে রেখো--
পৃথিবীর সুগন্ধি ফুল-প্রেম বঞ্চিত, 
পৃথিবীর আনন্দ উল্লাস বঞ্চিত আমি, 
বারবার ক্ষমা চেয়ে গেছি, আমার প্রিয় হতে না পারার জন্য। যদিও ক্ষমা চাইতে হবে এরকম অপরাধ আমার ছিল না। 
------নাসিমা খান 
২২/১২/২০২৪
 

Comments

    Please login to post comment. Login