আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে, কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন, কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন, যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না, আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না।
পৃথিবীতে একমাত্র ভালোবাসার জন্য মানুষ সব থেকে বেশি কষ্ট পেয়ে তাকে। ভালোবাসায় যেমন সুখ আছে, তেমনি কষ্ট ও আছে, আর ভালোবাসার কষ্টের কোন শেষ নেই, মানুষ ভালোবাসার গল্প শুনে কাঁদে, আর বাস্তব ভালোবাসা দেখে ঘৃণা করে। অন্যের ভালোবাসা দেখে জলে পুড়ে যায়, আর নিজের ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত ।