Posts

কবিতা

পুরুষের বেহায়া মন

December 22, 2024

রবি আল ইসলাম

23
View

পুরুষের বেহায়া মন
রবি আল ইসলাম

পুরুষ মানুষ বড়ই বেহায়া,
ভালোবাসার আশায় সে এক চিরদরিদ্র সন্ন্যাসী।
অবহেলার কাঁটা বুকে বিঁধেও,
সে হাসে, বলে, "এও তো ভালোবাসা।"

একটু মায়া, একটু স্নেহ—
বড্ড কাবু করে দেয় তাকে।
দুঃখের স্রোতে ভেসে গিয়ে,
সে দাঁড়িয়ে থাকে একলা, নীরব।

স্বপ্ন ভাঙে, তবু সে জোড়ে,
চূর্ণ হৃদয়ে আঁকে সুখের ছবি।
জীবনের প্রতিটি আঘাত সয়ে,
তবুও সে খুঁজে যায় শান্তির ছায়া।

পুরুষ মানুষ তাই তো বেহায়া,
ভালোবাসার মন্দিরে সে এক চির পূজারি।
অবহেলা যতই আসুক সামনে,
সে মাথা নোয়ায়, বলে, "এ তো ভালোবাসা।"

২২/১২/২৪
বেলা ১১.০০ 
পল্লবী,মিরপুর। 

 

#ভালোবাসা
#বিচ্ছেদ
#অনুভূতি
#আবেগ
#হারানোরগল্প
#মনেরকথা
#জীবনেরকথা
#রবিআলইসলাম
#রবিউলইসলাম
#Rabialislam
#rabialislam
#rabiulislam

Comments

    Please login to post comment. Login