Posts

কবিতা

আত্মার পুঁথি

December 22, 2024

রবি আল ইসলাম

22
View

আত্মার পুঁথি
রবি আল 
 

আমি নজরুল নই; বিদ্রোহে জ্বলে উঠি না, তবু বুকের মাঝে জ্বলে আগুন,
অভিমানে ভেঙে দিই হৃদয়,ইচ্ছেগুলোকে নিজ হাতে করি খুন।
আমি ফররুখ নই;আকাশের তারা হয়ে দিগন্তে দিব হানা
তবু স্বপ্নের আকাশে বুনে যাই শত শ্বেত পায়রার ডানা।

আমি ইকবাল নই; গভীর দর্শনে জাগিয়ে তুলি না ঘুমন্ত প্রাণ,
তবু প্রতিটি কথায় রাখি ভবিষ্যতের আশা, জীবনের জয়োগান।
আমি রবীন্দ্রনাথ নই; জমিদারির ইট-কাঠে গড়ি না আপন তরণী,
তবু প্রতিটি কবিতায় খুঁজে ফেরি মানুষের অনন্ত বাণী।

আমি সাদী কিংবা রূমী নই; বাণীতে বাঁধি না নীতির অলংকার,
তবু প্রতিটি শব্দে আঁকি মানবতার সৌন্দর্য নিরন্তর। 
আমি গালিব নই; প্রেমের সমাধিতে ফেলি না অশ্রুজল,
তবু প্রতিটি নিশ্বাসে খুঁজে ফিরি হৃদয়ের অন্তর্গত তল।

আমি ফেরদৌস নই; শাহনামার পৃষ্ঠা জুড়ে সাজাই না রাজকাহিনী,
তবু আমার শব্দে বুনে যাই জীবনের প্রতিটি অধ্যায়, আলোকিত রজনী।
আমি লালন কিংবা হাসন নই; দেহতত্ত্বের মিথ্যে মায়াজালে বেঁধে রাখি না প্রাণ,
তবু প্রতিটি সুরে বাঁধি মানুষের অন্তর্গত বেদনার গান।

আমি হাফিজ বা খৈয়াম নই; শারাবের পেয়ালায় ভুলি না জগতের দুঃখ,
তবু জীবনের রসে ভিজে যাই, খুঁজে ফিরি প্রতিদিনের সুখ।
আমি কে জানি না, কী আমি বুঝি না;
তবু প্রতিটি মুহূর্তে লিখে যাই অমলিন আত্মার পুঁথি।
মহাশূন্যে ভাসমান যত না বলা ব্যথা তা জীবন সুতোয় গাথি।

আমি সবকিছু আবার কিছুই নই; আমি শুধু সময়ের সুর,
আমি উদয়ের আলো, অস্তমিত ক্ষণ, জীবনের নিভু নিভু নুর।
আমি চেতনার তরী, বেদনার নীরব মূর্ছনা,
আমি প্রলয়ের জোয়ার, প্রণয়ের সুরের অনন্য বাসনা।

আমি ধ্রুবতারা নই; তবু পথ দেখাই অন্ধকারে,
আমি কবি নই; তবু খুঁজে ফিরি জ্যোৎস্নাধারা শব্দের প্রান্তরে
আমি শুধুই আমি; তোমার মননে এক খেয়ালি পরিচয়,
আমি শুধু শব্দের নক্ষত্রমালা, সময়ের অসীম হদয়।

২২/১২/২৪
দুপুর ২.০০
পল্লবী, মিরপুর। 

 

#বাংলাকবিতা
#লেখালেখি
#কবিতা
#বাংলালেখা
#ভালোবাসারকবিতা
#প্রেমেরকবিতা
#বাংলাসাহিত্য
#সৃজনশীললেখা
#কবিতারজগৎ
#রবিআলইসলাম
#রবিউলইসলাম
#Rabialislam
#rabialislam
#rabiulislam






 

Comments

    Please login to post comment. Login