Posts

কবিতা

পূর্বনির্ধারিত

December 22, 2024

হৃদয় পান্ডে

148
View

সবকিছু যেন আগেই লেখা ছিল,

পৃথিবীর প্রতিটি পথ, প্রতিটি বাঁক

মাপা ছিল কোনো অদৃশ্য হাতের রেখায়।

তোমার চোখের পাতা ফেলার মুহূর্তও

সময়ের এক ঘূর্ণিতে বাঁধা,

যেন সব কিছু আগেই জানা ছিল—

কী হবে, কী ঘটবে,

আমরা শুধু নীরব ছায়া।

এমনকি আকাশের তারারাও

পূর্বনির্ধারিত পথে হাঁটে,

মাটির নিচে লুকানো স্রোত যেমন

পাহাড়ের পায়ের নিচে শুয়ে থাকে,

তোমার হৃদয়ের গভীরতাও

একটি মানচিত্রের অংশ,

যেখানে যাওয়া আর ফেরার পথ

সবই জানে, কেবল আমি ছাড়া।

আমরা কি তবে শুধু ছায়া?

আগের দিনগুলোর প্রতিধ্বনি,

যেখানে প্রতিটি সিদ্ধান্ত 

এক অবচেতন নিয়মে বাঁধা।

Comments

    Please login to post comment. Login