ক্লান্ত
ওমর ফারুক
একটি তারার শিকে সজ্জিত জানালায়,
সুবাতাস সেও বিভাহিন মৌন প্রায়।
কোন দালানের দীপহীন ঘরে বিজন দেহ
রটিয়ে রাতের চাদকে নেভালে কি লজ্জায়!
কল্পনা সে তো কুসুম হয়নি,চতুর হাত,
বাতায়ন হলে মুছে দিতে ভীরু সভ্যতা;
মেধা কখনো হয়নি কো ক্লান্ত।
দেখ ক্লান্ত পথিক ফিরছে কিভাবে ঘরে?
ক্লান্ত আলোক নিভিয়ে বাতানো••
চিত্র এবং আলোকরশ্মি।।