পোস্টস

চিন্তা

আত্ম প্রশংসা (প্রিমিয়াম)

১৭ মে ২০২৪

ভাস্কর বাগচী

মূল লেখক ভাস্কর বাগচী

আত্ম প্রশংসা
আত্ম প্রশংসা মানুষের খুব প্রিয় একটি জিনিস! অপরের অতিরঞ্জিত অর্ধসত্য প্রবঞ্চনামূল মূলক; এই আত্ম প্রশংসা করে অনেক ঠক, প্রতারক মানুষকে বিশেষত; ক্ষমতাশীলদেরকে ব্যাপক প্রভাবিত করতে পারে। এটাকে আপনি একটি শিল্প বলতে পারেন! অতীতে রাজা জমিদাররা মোসাহেব নামে একজন আমাত্য কে তারা সভায় স্হান দিতেন! এদের কাজই ছিল সর্বদা তার প্রশংসা করা! আত্মপ্রশংসা মানুষের বুদ্ধি ও মনকে পুলকিত করে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়!ইহা মানুষের সুস্বাদু অস্বাস্থ্যকর বদহজম কারক এক মানষিকখাদ্য !ইদানিং মোসাহেবী সার্ভিস শিল্পের আধুনিকায়ন হয়েছে! প্রভাবশালীদের এক একাধিক মোসাহেবেরা তাদের চতুরপাশে ঘিরে থাকে!তারা কিন্তু সঙ্গবদ্ধ একটি চক্র! তাদের উদ্দেশ্যে অভিন্ন! তাই তারা মিলেমিশে করে খায়! কিন্তু প্রভাবশালী বেচারা নিরুপায়! আত্ম প্রশংসায় যেহেতু তার হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে তাই মাঝে মাঝে সে গ্যারাকলে পড়ে যায়! সাধুগণ সাবধান হোন!ও হ্যাঁ গুণী আর মোসাহেব বা খয়ের কাঁ চেনা সহজ উপায় হল, মোসাহেরা নির্লজ্জ! আপনি যদি মোসাহেবদের পশ্চাদদেশ একটি পদাঘাতও দেন, তারা বলবে;আহ! কি সুমধুর কি শিহরিত অনুভূতি! অন্যদিকে গুণ কে সমাদর করতে হয়, ডাকতে হয়! তবেই গুণের সান্নিধ্য লাভ হয়।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।