Posts

কবিতা

সংসার (Premium)

December 24, 2024

সব্যসাচী

0
sold
সংসার নামক বাজারে মায়ের হাতের বালা হারালো
মন খারাপের দৃশ্য দেখে বাবা বললেন
—সামনের মাসে গড়িয়ে দেবো , তোমার পছন্দের একজোড়া।

নিজের দেওয়া কথা পূরণ করতে গিয়ে বাবার জুতো ক্ষয়ে গেলো
তারপরও যেনো আমাদের যত্নের কমতি না হয়,
মায়ের বালা তখনো এলো না আর বাবার জুতোও।

এতটাই অযোগ্য ছিলাম যে—
বালা আর জুতো নিয়ে আসতে আসতে
বাবা-মা ক্ষয়ে গেলো।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login