ফিলিস্তিন ছিল উম্মাহর বহু ইমাম ও মনীষীর জন্মস্থল, যারা জগত জুড়ে ইলমের দ্যুতি ছড়িয়েছেন। বাইতুল মাকদিসের প্রতি সম্বন্ধ করেই হাদীস ও ফিকহের বহু ইমামকে ‘মাকদিসী’ বলে স্মরণ করা হয়। ‘শুরুতুল আইম্মাতিস সিত্তাহ’ ও ‘আতরাফুল গারাইবি ওয়াল-আফরাদে’র লেখক মুহাম্মাদ ইবনে তাহের মাকদিসীর (৫০৭ হি.) জন্ম কুদস শহরে। ‘আলমুগনী’র লেখক ইবনে কুদামা মাকদিসী জাম্মা‘ঈলী (৬২০ হি.) এবং ‘আলকামাল ফী আসমাইর রিজালে’র লেখক আব্দুল গনী মাকদিসী জাম্মা‘ঈলী (৬০০ হি.); উভয়ের জন্ম ফিলিস্তিনের নাবুলুস শহরের ‘জাম্মা‘ঈল’ এলাকায়।