Posts

কবিতা

বিজয়ের দিন

December 24, 2024

Ibrahim Sak

Original Author Ibrahim sak

19
View

১৬ই ডিসেম্বর বিজয়ের দিন,
মুক্তির সূর্য ওঠে চিরদিন।
লাল সবুজের পতাকা তাই,
মুক্তির স্মরণে উড়ে ভাই।

রক্তে লেখা যে ইতিহাস,
শত প্রাণের ত্যাগের বাস।
শত্রুর শৃঙ্খল ভেঙে দিয়ে,
বাংলা জাগল মুক্তিয়ে।

 

জয়ের গানে মুখর মাঠ,
গৌরবে ভরা এই প্রভাত।
স্বাধীনতার এই আনন্দ বেলা,
ভালোবাসা ছড়ায় সারা মেলা।

Comments

    Please login to post comment. Login

  • Ibrahim Sak 3 weeks ago

    আমি আসা করি যেন পাঠকদের ছড়াটা পছন্দ হয়