আমি থাকিব এই বাংলার বঞ্চিত ক্ষুধার বুকে
আমি থাকিব রুদ্র মাখা কণ্টক পথে আলোরদিশারী শপথে
আমি থাকিব কষ্টের বুকে, আশার আলো চোখে
আমি থাকিব নজরুলের দেশে বিদ্রোহী, চির উন্নত শির হয়ে
আমি ফুটিব কুসুম কাননে শিউলি, গোলাপ,হাসনাহেনার রুপে
আমি যাব না এই দেশ ছেড়ে, আমি যাব না বিলাসীর গোলাম
হতে
ভদ্র পথে শৃঙ্খল পরে হাতে, মুখোশ পরা মুখে ছদ্মবেশে বাবু
সেজে
আমি ছুটিব দূরন্ত পথে,সবুজ মায়ের আঁচলে স্বাধীন, মুক্ত পথে, মশাল হাতে
দূরন্ত বিস্তৃত ছাপ্পান্নো হাজার বর্গমাইলে
হতাশার প্রচারে ব্যর্থ বলে ছুটিব না শূন্য পথে
আশার নামে ধোকায় ভরা মরিচীকার বরফে
আমি আশা ফুটাব আমার মায়ের বুকে
পদদলিত করে ফিরিঙ্গি উল্লুক ডাচের কুট পিষে পথে
দালাল দস্যু শীতল মাটিতে কাঁদা ছুড়ে পথে পথে
নিজের রক্তে পিপাসা মিটাই, তবু আমি থাকিব পথে
এই মাটির পথে,
গোলামীর শৃঙ্খল দাসত্বে রুপ নিয়েছে শত বর্ষের ঐতিহ্যে
বিদ্যা শিখেও দুর্বল মনে ফিরিঙ্গি মহীয়ান মুখে
দুর্বল মননে হুংকার জাগাব আমি বিদ্রোহী মনে
আমার মাটিতে হুংকার ফুটিবে, মুষ্ঠি হাতে স্বনির্ভর পায়ে
দাসত্ব মন মুক্ত করিব প্রাণ খোলে প্রাণে
স্বীয় শিরে হেটে চলিব সবুজ মায়ার বুকে।
ডাঃমোঃ তরিকুল ইসলাম
সহকারী রেজিস্ট্রার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
তারিখঃ ২৪/১১/২৪