Posts

কবিতা

দালালের গন্ধ

December 24, 2024

ডাঃমোঃ তরিকুল ইসলাম

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

19
View

দালালের গন্ধ পাচ্ছি, পঁচা গন্ধ পাচ্ছি 
পথে ঘাটে বিকৃত জীবন্ত লাশের গন্ধ পাচ্ছি 
জ্ঞান পাপীর উর্বর গোবরের গন্ধ পাচ্ছি 
আজকাল রাস্তায় দালালের গন্ধ পাচ্ছি

শতবর্ষের গৌরবে উদ্দীপিত দালালের আনাগোনা পাচ্ছি 
আজ আমার সমাজে ভদ্রবেশী দালালের গন্ধ পাচ্ছি 
সুন্দর লেবাশে, অমলিন হাসিতে আমি ফুটফুটে সুন্দর 
দেখতে পাচ্ছি

রক্তিম সবুজে খালি পায়ে স্মৃতির মিনারে আমি বেহায়া  দালালের দেখা পাচ্ছি 
লাজের মাথা খেয়ে হেসে হেসে চলা বুদ্ধিদীপ্ত দালালের গন্ধ পাচ্ছি

জন্ম গুণে সিদ্ধ চুরির জগতে, উর্বর নতুন পেশা  দালালীর
গন্ধ পাচ্ছি 
হাহাকারের পৃথিবীতে কষ্টের অন্নের ওপর দালালী বিনা শ্রমে সহস্র অংক
ঘৃণা, মানবতা, লজ্জাবোধ বিদায় সমাজে, দালালী মহান গুণে বলীয়ান এখানে

আমার সমাজে পঁচা উর্বর সাধুদের গন্ধ পাচ্ছি 
এক মহান পেশার ব্যক্তিদের ভরপুর ভূমির শুকিয়ে যাওয়া
মাটির হাহাকারের ক্রন্দন পাচ্ছি 
আমি এক দালালের সমাজের কথা বলছি

সহস্র শতাব্দী পারি দিয়ে মুন্সিয়ানা শিখে জীবন্ত মানুষ বিক্রি শিখেছে
চোখের পলকে প্রিয়জন, প্রিয় ভূমি বিছিয়ে দিয়েছে

আজ আমি গর্ব ভরে,  বুক টেনে নিঃশ্বাস নিয়ে 
শুধু  দালালের গন্ধ পেয়েছি, আমার সমাজে পঁচন ধরা 
মানসিকতার গন্ধ পাচ্ছি 
উদীয়মান সবুজের বুকে পঁচা দুর্গন্ধের বাঁধা দেখতে পাচ্ছি

ফরিয়াদ মুক্ত ভূমির স্রষ্টা, পঁচনশীলকে পঁচিয়ে 
আকাশের জলে শুদ্ধ কর ভূমি, আমার সমাজ,
পরিপূর্ণ কর মানবতা, বিবেক,  অন্তর আত্মা।


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

তারিখঃ ১৯/১২/২৪

Comments

    Please login to post comment. Login