Posts

কবিতা

আমায় একটা হেমন্তের বিকেল দিবে?

December 24, 2024

Hafsa Sharmin

25
View

আমায় একটা হেমন্তের বিকেল দিবে?এক বিকেলের সুযোগ!
ময়মনসিংহের মেঠো রাস্তায় হেঁটে বেড়াবো দু'জন..
বিদায়ী সূর্য সোডিয়ামের মতো আলো দিয়ে সৌন্দর্যের দ্যোতনা সৃষ্টি করবে,করবেই। 

ব্রহ্মপুত্রের জল আমি কখনো ছুঁয়ে দেখিনি,দূর থেকেই চোখাচোখি হতো আমাদের..... 
তোমার সাথে ছুবো বলে জিবিয়ে রেখেছি।
দিবে কি!এক বিকেল সময়?
এক প্লেট ফুচকা, এক কাপ সবুজ চা থাকবে রাঙানো বিকেলে। 
জয়নুলের রংতুলির আঁচড় দেখে আসব দু'জনে।
তুমি শশীলজের প্রত্নতত্ত্বে গভীর মনোযোগ দিবে,
আমি সেই সুযোগে তোমায় ভরবো চোখে। 
এক বিকেল সময় দিবে?এক বিকেলের সুযোগ! 


~হাফসা
৭/১/২২

Comments

    Please login to post comment. Login