সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পড়ুয়া হিসেবে খ্যাতি আছে। প্রতি বছরই তিনি তার প্রিয় বইয়ের তালিকা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ২০ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ওবামা ২০২৪ সালে পড়া তার প্রিয় কিছু বইয়ের নাম প্রকাশ করেছেন।
এ বছর ওবামার পছন্দের তালিকায় ফিকশন এবং ননফিকশন মিলিয়ে মোট ১০টি বই জায়গা পেয়েছে। বইগুলোর নাম এক নজরে দেখে নেওয়া যাক।
ওবামার ফিকশন লিস্ট:
১. স্যালি রুনির ‘ইন্টারমেজো’
২. সামান্থা হার্ভের বুকার প্রাইজজয়ী উপন্যাস ‘অরবিটাল’
৩. আয়শেগুল সাভাসের ‘এন্থ্রোপলোজিস্টস’
৪. মার্টিন ম্যাকিনেসের ‘ইন অ্যাসেনশন’
৫. ডিনাউ মেনগেস্টুর ‘সামওয়ান লাইক আস’
ওবামার ননফিকশন লিস্ট:
৬. আর্লি রাসেল হচসচাইল্ডের 'স্টোলেন প্রাইড'
৭. ড্যানিয়েল সাসকিন্ডের 'ইকোনমি-থিমড গ্রোথ'
৮. প্রয়াত রুশ অ্যাক্টিভিস্ট অ্যালেক্সি নাভালনির স্মৃতিকথা 'প্যাট্রিয়ট', অনুবাদ - আর্চ টেইট, স্টিফেন ডালজিয়েল
৯. জোনাথন হাইডটের ‘দ্য অ্যানশাস জেনারেশন’
১০. অ্যাডাম মসের ‘দ্য ওয়ার্ক অব আর্ট’