না না তা হবে না,
কি হবেনা বলো,
বলবোনা বলবোনা,
করবে তুমি কান্না।
কেন,কেন?
তা জানিনা,তা জানিনা।
জানবো কেমন করে,
রাস্তাটির ঐ পাশে ক্ষুধার্ত ব্যক্তি দাড়িয়ে।
খেতে পায়না কয়েকদিন ধরে,
দেয়না কেউ খেতে,
খাওয়ার কষ্টে লোকটি বুঝি যাবেই এবার মরে।।
না না তা হবে না,
কি হবেনা বলো,
বলবোনা বলবোনা,
করবে তুমি কান্না।
কেন,কেন?
তা জানিনা,তা জানিনা।
জানবো কেমন করে,
রাস্তাটির ঐ পাশে ক্ষুধার্ত ব্যক্তি দাড়িয়ে।
খেতে পায়না কয়েকদিন ধরে,
দেয়না কেউ খেতে,
খাওয়ার কষ্টে লোকটি বুঝি যাবেই এবার মরে।।