Posts

কবিতা

না হবেনা

December 25, 2024

Tahmid Hasan

24
View

না না তা হবে না,

কি হবেনা বলো,

বলবোনা বলবোনা,

করবে তুমি কান্না।

কেন,কেন?

তা জানিনা,তা জানিনা।

জানবো কেমন করে,

রাস্তাটির ঐ পাশে ক্ষুধার্ত ব্যক্তি দাড়িয়ে। 

খেতে পায়না কয়েকদিন ধরে,

দেয়না কেউ খেতে,

খাওয়ার কষ্টে লোকটি বুঝি যাবেই এবার মরে।।

Comments

    Please login to post comment. Login