ডিসেম্বর মাসের ১ তারিখ দিনটি ছিল বৃহস্পতিবার। আমরা সেদিন সকলে মিলে গেলাম দিনাজপুর রামসাগর। সেখানে গিয়ে প্রথমেই দেখতে পেলাম ছোট ছোট পাহাড়ের মতো মাটির টিপি। তারপর আমরা ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখতে পেলাম একটা বড় ধরনের পুকুর। তারপর বাবা আর মা বললেন এটি হলো রামসাগর। আমি ওখানে গিয়ে অনেক খুশি। তারপর আমরা চড়লাম নৌকাতে। নৌকাতে উঠে আমরা সকলে রামসাগর ঘুরলাম এবং আমি রামসাগরের পানি ধরলাম। এবার আমি আমার মা, বাবা, আর ভাই নৌকা থেকে নামলাম। এরপর আমরা সকলে মিলে ফুচকা খেলাম। আমরা ওখানকার চিড়িয়াখানা গেলাম। সেখানে ছিল বাঘ, হরিণ,বানর, সিংহ আরো অনেক কিছু। তারপর আমি আমার বড় ভাই মিলে গেলাম শিশুপার্কে। আমরা ওখানে গিয়ে উঠলাম নাগরদোলাতে, ভূতের ঘরে ইত্যাদি। তারপর বের হলাম। তারপর কাছেই দেখতে পেলাম এক মসজিদের ওখানে ছেলে ও মেয়েদের নামায পড়ার সুন্দর ব্যবস্থা রয়েছিল । আমরা সেখানে নামাজ আদায় করলাম। তারপর আমরা দেখতে পেলাম একটি দোকান ,,তারপর কিছু সামনে গিয়ে দেখতে পাই গল্পের বই এর দোকান। আমি কিনলাম কাঠের তৈরি আয়না,, চিরনি আর মাথায় দেওয়া ফুল,, । আমরা ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে গেলো। আমরা সকালে বাড়ির দিকে রওনা দিলাম। এভাবেই আমরা দিনটিকে অনেক মজা করে কাটালাম। আমার কাছে এই সুন্দর ভ্রমন অনেক ভালো লাগেছে।
ধন্যবাদ ।