প্রেম ভালোবাসা, তোর চৌদ্দ গুষ্টিরে চুদি।
এরকম একটা বাক্য কেউ কবিতায়
মেনে নেবে কি না তাই ভাবতে বসে
কবিতা লেখাই ভুলে গেলাম!
মানামানির অজ্ঞাত পেরেক
কবিতার কফিনে কি কখনো ছিল?
থাকতে পারে, কফিন তো!
কিন্তু তার রুহ!
আহা, ঝাঁকে ঝাঁকে উড়তেছে পায়রা-পঙতি:
"প্রেম ভালোবাসা তোর চৌদ্দ গুষ্টিরে চুদি"।