বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে স্মৃতি
বন্ধু মানেই প্রবল সাহস, থাকে না কোনো ভীতি।
বন্ধু মানেই মজা আর ঘুরা ঘুরি
বন্ধু মানেই বিশ্বাসের বন্ধন।
বন্ধু মানেই সেই ব্যক্তি,
যে বিপদের সময় পাশে থাকে।
শুধু বিপদের সময় নয়, যে
সুখের দিনগুলোতেও থাকে।
বন্ধু মানেই বন্ধন অটুট,
বন্ধু হলেই আর লাগনা কাওকে
বন্ধুর সাথে সুখের, দুঃখের গল্প প্রকাশ,
বন্ধু মানেই কথার ফাঁকে কান্না আর হাঁসি
বন্ধু মানেই জড়িয়ে ধরে বলা 'ভীষণ ভালোবাসি,
বন্ধু মানেই শত কষ্টেও
একটি হাসিমুখ।