আয়না , ময়না , গয়না , শাড়ি
হরেক রকম ঢাকের বাড়ি,,
জুটলো এসে শাড়ি, শাড়ি
খুকুমণির দল।
কেউ বা বাটে হলদে মরিচ
কেউ বা কাটে মাছ,,
কেউ বা রাঁধে চুলোর পাড়ে
ইলশেগুঁড়ি মাছ।
সূর্য যখন অস্ত বেলায়
সবাই তখন খেলায় খেলায় ,
এমন সময় মজার বলায়
পড়ল মায়ের ডাক।