তুমি বুঝি আজ ছায়াপ্রায় দেবদারু
কোথাও যেন লাবণ্যের নেই দেখা
তবুও আকাশ মায়াময় হয়ে বলে
জেগে আছে কিছু রংধোয়া গ্রামরেখা
এখানে দিনের গুঁড়া লেগে আছে ঘাসে
এখানে আলোর শিশু খোঁজে স্বাদুজল
রোদের লিরিক অচেনা কণ্ঠে বাজে
দ্বিধাবোধ এসে ডেকে নেয়। বলে- চল্!
হারিয়ে ফেলেছি নিকুঞ্জের রাস্তাটা
স্নিগ্ধ পথের একটি ক্ষুদ্র নদী
আদিম মেঘের জামা যদি যায় ছিঁড়ে
বৃষ্টি ঝরবে হৃদয়পথ অবধি