Posts

বাংলা সাহিত্য

বুনো আঠালির গান (Premium)

May 17, 2024

রিমঝিম আহমেদ

Original Author রিমঝিম আহমেদ

0
sold
তুমি বুঝি আজ ছায়াপ্রায় দেবদারু
কোথাও যেন লাবণ্যের নেই দেখা
তবুও আকাশ মায়াময় হয়ে বলে
জেগে আছে কিছু রংধোয়া গ্রামরেখা
এখানে দিনের গুঁড়া লেগে আছে ঘাসে
এখানে আলোর শিশু খোঁজে স্বাদুজল
রোদের লিরিক অচেনা কণ্ঠে বাজে
দ্বিধাবোধ এসে ডেকে নেয়। বলে- চল্!

হারিয়ে ফেলেছি নিকুঞ্জের রাস্তাটা
স্নিগ্ধ পথের একটি ক্ষুদ্র নদী
আদিম মেঘের জামা যদি যায় ছিঁড়ে
বৃষ্টি ঝরবে হৃদয়পথ অবধি

দেউড়ি-উঠানে ধুলার জাজিম পাতা
পিঠ পেতে দেয় পুষ্পবৃক্ষলতা
তোমার না-হোক ঈশ্বরঘেঁষা মন
বিশ্বাসে থাক জলের বিশুদ্ধতা

এখানে নিবিড় বিরহবোধের ফণা
বিমর্ষ দিন অশ্রুতে স্নানরতা
মনমরা রাত সুই দিয়ে গাঁথে স্মৃতি
আমার কথায় বাজছে তোমার কথা

This is a premium post.

Comments

    Please login to post comment. Login