স্কুলের দিনগুলি কত না রঙিন !
সব ফেলে যেতে হবে হায় !
বাকি কিছু দিন।
বেঞ, বোর্ড , সবগুলো করব অনেক মিস,
ব্যাংকে ভিড় করে
দিতে হবে না আর স্কুলের ফিস
ক্লাস গন্ডগোল করায় সিস্টারের চিৎকার
শুনতে হবে না
কোনো বকা ঝকা আর ,
যাবে না নালিশ আর টিচার্স রুমে
ভয় পেতে হবে না আর
মাঝরাতের ঘুম ।
অনেক কিছু থেকে পাব রেহাই
তাও কোথা যেন মনের মাঝে
শূন্যতা খুঁজে পাই।
ক্লাসরুমে গল্প করা , গান গাওয়া আর
হবে না কোনো দিনও
হয়ে রবে স্মৃতির কারাগার।
ম্যাডাম দের পরামর্শ , স্যার দের উপদেশ
কোথাও কী খুঁজে পাব ,
তাদের বিন্দু মাত্র খোঁজ।