আমাদের গ্রাম মায়ের সমান,, আলো দিয়ে বায়ু দিয়ে বাচাইছে প্রাণ। আমাদের গ্রামটি অনেক সুন্দর মুগ্ধ প্রকৃতি। আমাদের গ্রামটি অনেক শে্রেনির লোক বাস করে সবচেয়ে বেশি থাকে কৃষি কাজ। আমাদের গ্রামে নানা পাখপাখালি বাস করে। নানা রকম পশু পাখি বনজঙ্গলে বাস করে। গ্রামটি দেখতে অনেক সুন্দর উজ্জ্বল প্রকৃতির। নদীতে জেলেরা মাছ ধরে , চাষি রা হালচাষ করে, । সকালে উঠে আমার সবচেয়ে ভালো লেগেছে পাখিরা গাছে বসে মনের সুখে গান গায় । আমাদের গ্রামটির সুন্দর নাম মধুবতী। গা্রামে মানুষ শীতকালে নানা রকম পিঠা পুলি, পায়েস তৈরি করে। আমাদের গ্রামটি দেখতে অনেক উজ্জ্বল প্রকৃতির। আমাদের গ্রামে বৈশাখি মেলা হয় বর্ষবরণ, বষবিদায় উৎসব তৈরি হয় । নানা আয়োজনে আমরা মেলাতে যেসব দেখতে পারি সেগুলো মুড়ি, মলা, চিড়া, বাতাসা, লাড্ডু আরো নতুন নতুন খাবার। আমাদের গ্রামটি দেখতে ছোট্ট আকৃতির হলোও অনেক সুন্দর। আমাদের গ্রামে নানা পেশা দেখতে পারি কৃষি কাজ, লাঙ্গল চাষ, ধান চাষ আরো নানা ধরনের চাষ করা হয়। আমরা আমাদের গ্রামের বাড়িতে গেলে আমরা এসব আয়োজনে করে থাকি,। আমাদের গ্রামে আরো দেখা যায় পুতুল নাচ, নাগরদোলা, বাইসকোপ ইত্যাদি খেলা আমাদের গ্রামে ভাড়া করে আনা হয় এসব আমাদের গ্রামে প্রকৃতিকে ফুটিয়ে তুলতে। গাছে ফুল ফুটে। নদী বয়ে চলে।
191
View
Comments
-
Sahahnaj Parvin 11 months ago
Bahaha you tahera
-
Rawshan Ara 11 months ago
আমাদের গ্রামে এই লেখাগুলো অনেক সুন্দর
-
Taher Sharif 11 months ago
আমার লেখা গল্প